রোনালদোর রেকর্ডের রাতে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত ইংল্যান্ডের
লাটভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপীয় অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। হাঙ্গেরির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের পরও, ২-২ গোলের ড্রয়ে অপেক্ষা বাড়লো পর্তুগালের। অন্যদিকে, ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে ইতালি।
মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায় ইংল্যান্ড। ম্যাচের ২৬ মিনিটে দলকে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন। এরপর দৃশ্যপটে আসেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়কের জোড়া গোলে প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
বিরতির পরও বদলায়নি ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে লাটভিয়ার আত্মঘাতি গোলে ইংল্যান্ডের জয় আরও সহজ হয়। শেষদিকে লাটভিয়ার জালে শেষ গোলটি করেন বদলি নামা এবেরেচি এজে। এতে টানা ৬ জয়ে ২ ম্যাচ হাতে রেখেই টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল টমাস টুখেলের দল।
একই রাতে হাঙ্গেরির বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হবে, এমন সমীকরণে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। আতিলা সালাইয়ের গোলে পিছিয়ে পড়ে তারা। তবে প্রথমার্ধেই জোড়া গোলে পর্তুগালকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের প্রথম গোলেই রেকর্ড গড়লেন সি আর সেভেন। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর রেকর্ডের রাতে একটা সময় মনে হচ্ছিল, এই ব্যবধান ধরে রেখেই হয়তো বিশ্বকাপের তীরে নোঙর ফেলবে পর্তুগিজরা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। যোগ করা সময়ে দমিনিক সোবোসলাইয়ের গোলে তাদেরকে রুখে দেয় হাঙ্গেরি। ২-২ গোলের এ ড্রয়ে মূল পর্বের অপেক্ষা বাড়লো পর্তুগালের।
এদিকে, ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ আই-এ তাদের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ৬ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১৮। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে পরের দুই ম্যাচে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নরওয়ের হারের দিকেও।
গ্রুপ ‘ই’–এর ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কাছে পৌঁছে গেল স্পেন। স্পেনের জয়ে জোড়া গোল করেছেন মিকেল মেরিনো। একটি গোল করেছে মিকেল অয়রাজাবাল ও অন্য গোলটি আত্মঘাতী। টানা চার জয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষেই আছে স্পেন। চার ম্যাচে তিন জয়ে কাগজে-কলমে এখনো শীর্ষস্থান দখলের লড়াইয়ে আছে তুরস্কও।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায় ইংল্যান্ড। ম্যাচের ২৬ মিনিটে দলকে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন। এরপর দৃশ্যপটে আসেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়কের জোড়া গোলে প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
বিরতির পরও বদলায়নি ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে লাটভিয়ার আত্মঘাতি গোলে ইংল্যান্ডের জয় আরও সহজ হয়। শেষদিকে লাটভিয়ার জালে শেষ গোলটি করেন বদলি নামা এবেরেচি এজে। এতে টানা ৬ জয়ে ২ ম্যাচ হাতে রেখেই টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল টমাস টুখেলের দল।
একই রাতে হাঙ্গেরির বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হবে, এমন সমীকরণে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। আতিলা সালাইয়ের গোলে পিছিয়ে পড়ে তারা। তবে প্রথমার্ধেই জোড়া গোলে পর্তুগালকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের প্রথম গোলেই রেকর্ড গড়লেন সি আর সেভেন। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর রেকর্ডের রাতে একটা সময় মনে হচ্ছিল, এই ব্যবধান ধরে রেখেই হয়তো বিশ্বকাপের তীরে নোঙর ফেলবে পর্তুগিজরা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। যোগ করা সময়ে দমিনিক সোবোসলাইয়ের গোলে তাদেরকে রুখে দেয় হাঙ্গেরি। ২-২ গোলের এ ড্রয়ে মূল পর্বের অপেক্ষা বাড়লো পর্তুগালের।
এদিকে, ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ আই-এ তাদের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ৬ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১৮। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে পরের দুই ম্যাচে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নরওয়ের হারের দিকেও।
গ্রুপ ‘ই’–এর ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কাছে পৌঁছে গেল স্পেন। স্পেনের জয়ে জোড়া গোল করেছেন মিকেল মেরিনো। একটি গোল করেছে মিকেল অয়রাজাবাল ও অন্য গোলটি আত্মঘাতী। টানা চার জয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষেই আছে স্পেন। চার ম্যাচে তিন জয়ে কাগজে-কলমে এখনো শীর্ষস্থান দখলের লড়াইয়ে আছে তুরস্কও।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
