ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনার বিরুদ্ধে ৪র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

         
শেখ হাসিনার বিরুদ্ধে ৪র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

শেখ হাসিনার বিরুদ্ধে ৪র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ, এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে, যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত তিন দিনে মামলার পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন তিনি। কিভাবে ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়গুলোও আদালতের কাছে প্রতিষ্ঠিত করতে সাক্ষীদের জবানবন্দি তুলে ধরছেন চিফ প্রসিকিউটর।

এদিন ট্রাইব্যুনাল-১ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আনিসুল হকসহ ৪৫ জন আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে ৮ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।

রিপোর্ট : জা. আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ