বিএনপি কোন চাপের কাছে মাথা নত করবে না, ঘোষিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন,কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে। এদিকে, ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ জেহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। এতে ৯০-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বক্তব্য রাখেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, প্রতীক দেয়া নির্ভর করবে ইসির সিদ্ধান্তের ওপর। সেখানে বিএনপির কিছু করার নেই।
যতই সংস্কার হোক, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমলাতন্ত্রকে কোনো একটি দলের পকেটে নেওয়া হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটি। কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক ও শাহাদাত হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে সম্প্রতি এ্যাবের ৬ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসা সম্ভব।
রিপোর্ট : আ. ই./ সা.সি
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ জেহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। এতে ৯০-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বক্তব্য রাখেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, প্রতীক দেয়া নির্ভর করবে ইসির সিদ্ধান্তের ওপর। সেখানে বিএনপির কিছু করার নেই।
যতই সংস্কার হোক, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমলাতন্ত্রকে কোনো একটি দলের পকেটে নেওয়া হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটি। কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক ও শাহাদাত হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে সম্প্রতি এ্যাবের ৬ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসা সম্ভব।
রিপোর্ট : আ. ই./ সা.সি
